Title
আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে সরকারী ভাবে সিমীত সংখ্যক ক্ষুদ্র এবং প্রান্তিক আউশ ধান চাষীদেরকে বীজ, সার সহায়তা প্রদান করা হচ্ছে
Details
আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে সরকারী ভাবে সিমীত সংখ্যক ক্ষুদ্র এবং প্রান্তিক আউশ ধান চাষীদেরকে বীজ, সার সহায়তা প্রদান করা হচ্ছে
পোস্ট করা হয়েছে : ১৮ জুন, ২০১৪, সকাল ৫:১৪
প্যাকেজ ১ : প্প্রতি কৃষক পাবেন:(নেরিকা আউশ ধান আবাদের জন্য)
১০ কেজি বীজ/বিঘা,
২০ কেজি ইউরিয়া,
১০ কেজি পটাশ সার,
১০ কেজি ডি এ পি সার,
৩০০টাকা নগদ আগাছা দমেনর জন্য,
৩০০ টাকা সেচ প্রদানের জন্য ,
প্যাকেজ ২:প্রতি কৃষক পাবেন (উচ্চ ফলনশীল আউশ ধান আবাদের জন্য)
০৫ কেজি বীজ/বিঘা,
২০ কেজি ইউরিয়া,
১০ কেজি পটাশ সার,
১০ কেজি ডি এ পি সার,
৩০০ টাকা সেচ প্রদানের জন্য,
শুধুমাত্র ক্ষুদ্র এবং প্রান্তিক আগ্রহী কৃষকগণ উপসহকারী কৃষি কর্মকর্তা বা আপনার ইউনিয়ন পরিষদ মেম্বার/চেয়ারম্যানগেণর সাথে যোগাযোগ করে দ্রুত তালিকা ভুক্ত হন।
উল্লেখ্য যে একজন কৃষক শুধু মাত্র একটি প্যাকেজের জন্য বিবেচিত হবেন